Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের গজনাইপুর ইউপি চেয়ারম্যান গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ এর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে দায়েরকৃত মামলার বাদি আব্দুর রউফ বেগ এর স্ত্রী সুকুরি বিবি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে সুকুরি বিবি তার উপর চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ ও তার লোকজনের নির্যাতনের চিত্র তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান আবুল খয়ের গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন সুকুরি বিবি। অভিযোগ দায়ের করার পর থেকে তিনি ও তার পরিবার এবং মামলার সাক্ষীরা গোলাপ চেয়ারম্যানের হুমকিতে আতংকে দিন কাটাচ্ছেন। আবুল খয়ের গোলাপ প্রকাশ্যে চলাফেরা করায় আতংকিত মামলার বাদি সুকুরি বিবি। এমনকি গোলাপ ও তার লোকজনের হুমকি ও হামলার ভয়ে তিনি বসতভিটা ছেড়ে অন্যত্র বসবাস করছেন বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আবুল খয়ের গোলাপ ১৯৭১ সালের ১২ নভেম্বর বিকেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদল পাক হানাদার বাহিনী সঙ্গে নিয়ে সুকুরি বিবির বাড়িতে হানা দেয়। তারা সুকুরি বিবিকে পাকবাহিনীর নিকট তুলে দিলে পাকবাহিনী তার উপর পাশবিক নির্যাতন চালায়। আবুল খয়ের গোলাপ নিজেও পাকবাহিনীর সাথে নির্যাতনে সামিল হয়। সুকুরি বিবি ১৯৭১ সালের লোমহর্ষক সেই স্মৃতি আমি আজও ভুলতে পারেননি বলে কান্নায় ভেঙ্গে পড়েন। এছাড়া আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে ৭১ সালে লোকজনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটপাটের অভিযোগ ছাড়াও বর্তমান সময়ে অনেক অভিযোগ রয়েছে বলে লিখিত বক্তব্যে তুলে ধরেন সুকুরি বিবি। তিনি বলেন, গোলাপের বিরুদ্ধে ২০০৯ সালের ১৯ অক্টোবর হবিগঞ্জ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে গেদু মিয়া নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত চলাকালে ২০১৪ সালের ২৯ অক্টোবর কান্দিগাঁও বিশ্ব রোড সংলগ্ন রাস্তার পাশে গোলাপের নেতৃত্বে গাড়ি চাপা দিয়ে গেদু মিয়াকে হত্যা করে। পরে পিতা হত্যার অভিযোগ এনে চলতি বছরের ২২ ফেব্র“য়ারি গেদু মিয়ার ছেলে রাজু আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করেন।