Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিল্প বর্জে দুষিত সুতাং নদীর পানিতে বেলেশ্বরী পূন্যস্নান অনিশ্চিত পূজা উদযাপন পরিষদের ক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা শাখা ও হবিগঞ্জ পৌরশাখার নেতৃবৃন্দ আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য বেলেশ্বরী পূন্যস্নান কেন্দ্র সুতাং নদী পরিদর্শনে করেছেন। গত ২৬ মার্চ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ পূন্যব্রত চৌধুরী বিভু, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী হবিগঞ্জ পৌর শাখার সভাপতি পীযূষ চক্রবর্তী, সাধারন সম্পাদক গৌতম রায়, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি বনবিহারী রায়, শংখ শুভ্র রায়, এডঃ তুষার মোদক, শিক্ষাবিদ পার্থ প্রতীম দাশ, বিশ্বজিৎ বনিক চন্দন ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনটিম লাখাই উপজেলা ও সদর উপজেলার সংযোগ স্থানে সুতাং নদীতে ঐতিহাসিক বেলেশ্বরী পূন্যস্নান সুতাং নদীর পানির অবস্থা পরিদর্শন করে বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন শিল্প বর্জ্যরে কারনে নদীর পানির অবস্থা খুবই খারাপ, দূর্গন্ধে পানির কাছেই যাওয়া যায় না। তাছাড়া এই পানিতে স্নান করলে মানুষ রোগাক্রান্ত হবে তাই পূন্যস্নান অনিশ্চিত। শত শত বছর ধরে এই স্থানে দেশের হাজার হাজার সনাতন ধর্মপ্রান মানুষ পূন্য লাভের আশায় এখানে সমাবেত হয়। তাই আজ এই ঐতিহাসিক পূন্যস্থানটি ধ্বংস হওয়ার পথে। এব্যাপারে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবী জানান অন্যথায় জনসাধারণ ফুসে উঠবে।