Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়ি উদ্যানে গাড়ির চাপায় পড়েছে বাচ্চাসহ চশমাপড়া হনুমান

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে এবার গাড়ির চাপায় বাচ্চাসহ বিরল প্রজাতির চশমাপড়া হনুমান মারা পড়েছে। রবিবার সকালে কোন এক সময় এটি রাস্তা পারাপারের সময় গাড়ি চাপা পড়ে মারা যায় বলে ধারনা করা হচ্ছে। সকালে উদ্যানের লোকজন গিয়ে বাচ্চাসহ মৃত এ হনুমান সড়কের পাশে দেখতে পেয়ে তাকে সরিয়ে গর্তে মাটিচাপা দেয়। এর পুর্বে গত ২০ মার্চ উদ্যানের একই সড়কের কনিমুছড়া এলাকায় একটি কিং কোবরা সাপ গাড়ির চাপায় মারা যায়। গত বছরও বেশ কয়েকটি প্রাণী এ সড়কে গাড়িচাপায় মারা পড়েছিল।
উপজেলা সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক চলে যাওয়ায় প্রায়ই এ উদ্যানের প্রাণী সড়ক পারাপার হতে গাড়ি চাপা পড়ে মারা পড়ছে। সম্প্রতি জাতীয় উদ্যানে বিদ্যুৎ লাইন টানা হয়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য বড় বড় গাছের ঢালপালা কেটে দেওয়া হয়। এছাড়া গত বছর ওই সড়কের কয়েকটি ব্রীজ করতে গিয়ে বেশ কিছু বড় বড় জাম গাছ কেটে ফেলা হয়। ফলে হনুমান ও বানরসহ বিরল এ প্রজাতির বিভিন্ন প্রাণী সড়ক পারাপার হতে গিয়ে হুমকির মধ্যে পড়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় জাতীয় উদ্যানের লোকজন সড়কের কনিমুছড়া এলাকায় একটি বিরল প্রজাতির চশমাপড়া হনুমান (বাচ্চাসহ) মৃত দেখতে পান। ধারনা করা হচ্ছে বাচ্চাসহ মা হনুমানটি সড়ক পারাপারের জন্য এক গাছ থেকে অন্যগাছে লাফ দিতে গিয়ে কোন গাড়ির চাপায় মারা পড়ে। বানর ও হনুমান সাধারণত বাচ্চা কোলে নিয়ে এক গাছ থেকে অন্যগাছে যায়। পরে মৃত এ হনুমানটি উদ্ধার করে উদ্যানে মাটিচাপা দেওয়া হয়। এর পুর্বে গত ২০ মার্চ একই স্থানে একটি কিং কোবরা সাপ গাড়ি চাপায় মারা পড়ে। পরে উদ্যানের গাইডরা তাকে গর্তে মাটি চাপা দেয়।