Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃন্দাবন কলেজে ডকুমেন্টারি প্রদর্শন

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের শিক্ষাবিদ মিলনায়তনে আলোচনা সভা মহান স্বাধীনতার উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভায় মহান স্বাধীনতা দিবসের ইতিহাস তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সেক্টর কমান্ডার সহ বীর মুক্তিযোদ্ধাদের অবদান  গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুজ্জামান চৌধুরী, উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর খন্দকার, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ তোফাজ্জল আলী, অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক সৈয়দা রকিবুন্নাহার, আবু আহমদ আহসান কবির, মোঃ নজরুল ইসলাম ভূইয়া, মোঃ আব্দুল হাকিম, মোঃ অহিদুর রব, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ আবু সিদ্দিক, মাহবুবা খানম চৌধুরী, প্রভাষক প্রদীপ কুমার রায়, মোঃ জামাল হোসেন, তোফাজ্জল হোসেন,  মোঃ তৌহিদুল হক প্রমুখ। সভায় দুটি প্রস্তাব গৃহীত হয় যথাক্রমে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে উদযাপন করা ও পাঠ সুচিতে বঙ্গবন্ধুর ভাষন অন্তর্ভূক্ত করণ।