Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে বাহুবলে আইন শৃংখলার উন্নয়নে জনগণের অংশ গ্রহণ শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগানের নাচঘর প্রাঙ্গণে আইন শৃংখলার উন্নয়নে জনগণের অংশ গ্রহণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নাগরিক কমিটির সহ-সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ মোত্তাছির মিয়া, সাপ্তাহিক হবিগঞ্জের সংবাদের সম্পাদক সোহেল আহমেদ কুটি। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আজগর আলী, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি মেম্বার আবিদ আলী, পবিত্র গীতা পাঠ করেন প্রশিত কুমার দেব। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সামিউল ইসলাম, রশিদপুর বাজার কমিটির সভাপতি হারুনুর রশিদ, ভাদেশ্বর ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, প্রভাষক আপ্তাব উদ্দিন, চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি পিয়ারী রবি দাস, শ্রমিক নেতা বিদ্যাবিন, বাহুবল কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আসকর আলী, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দেব, রশিদপুর চা বাগানের সহকারী ম্যানেজার আমজাদ হোসেন, সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন পি.পিএম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার জয়দেব কুমার বলেন, সমাজের উশৃংখল লোকদের শাস্তি দেয়ার জন্য আইনের প্রয়োগ করতে হবে। আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সমাজের চিন্তা না করে নিজের উন্নতি চিন্তার জন্যই সমাজে বিশৃংখলা দেখা দেয়। আমাদের গ্রাম সমাজে গ্রাম্য পঞ্চায়েত ব্যক্তিবর্গ সমাজের নিরীহ মানুষদের সর্বনাশ ডেকে আনে। তারা আইনের তোয়াক্কা না করে নিজেরা অর্থ ফায়দা হাসিলের জন্য সুবিধামত বিচার পায়সালা করেন। যার দরুণ এলাকায় দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, খুন হত্যা সংগঠিত হয়। হবিগঞ্জের গ্রাম্য পঞ্চায়েত ভেঙ্গে আইনের সরাসরি আশ্রয়ের ব্যবস্থা করলেই বিশৃংখলা রোধ করা যাবে।