Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইউপি নির্বাচনে টাকা বিতরণকে কেন্দ্র করে ॥ জলসুখায় ২ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে টাকা বিতরণকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে আটক করে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সেলিম মিয়া (৩২), মাফিয়া খাতুন (৩৫) ও আব্দুল ওয়াহাব মিয়াকে (৬৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, জলসুখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামায়াত নেতা মজিবুর রহমান উল্লেখিত সময়ে স্থানীয় বাজারে মিষ্টির প্যাকেটের ভেতরে করে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এ সময় একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বর্তমান মেম্বার মোশাহিদ মিয়ার লোকজন তাতে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ জনকে আটক করেছে।