Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র ত্রৈমাসিক সভা। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে টিএলসিসি’র ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। সভায় ইউজিপ-৩ প্রকল্পের সুষ্টু বাস্তবায়নের জন্য হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকারণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী (কমিউনিটি) খন্দকার হাফিজুর রহমান ও আঞ্চলিক সমন্বয়কারী (অর্থ) মোঃ শাহীনুল হক। সভায় টিএলটিসি’র সদস্যবৃন্দ ত্রৈমাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবিত বিষয়াদি হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে বাস্তবায়ন করার উপর জোর দেন। তারা বলেন, হবিগঞ্জ পৌর এলাকার যানজট নিরসন, জলাবদ্ধতা দুরীকরন, পরিছন্নতা কার্যক্রম, মশক নিধন, বিদ্যুত, পানি সরবরাহ সহ সকল নাগরিক সেবার মান উন্নত করতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য  সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।  পৌরসভার কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আওয়াল মজনু, মোঃ আলমগীর, মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল ও অর্পনা বালা পাল। ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, এমদাদুর রহমান বাবুল, মুকুল আচার্যী, ফনীভুষন দাস, হিরাজ মিয়া, শংখ শুভ্র রায়, আব্দুল মোতালিব মমরাজ, মোঃ আলমগীর খান, মোঃ হাবিবুর রহমান, মোঃ আরব আলী, হাজী লুৎফুর রহমান নানুসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ ও পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।