Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডিসিকে চেয়ারম্যান মেম্বারদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত ইউ.পি চেয়ারম্যান সদস্য-সদস্যাদের দক্ষতা বৃদ্ধিকল্পে বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব পেশ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম এর নিকট লিখিত প্রস্তাব পেশ করেছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। লিখিত প্রস্তাবে বলা হয়েছে সরকারের সার্বিক উন্নয়ন ও তৃণমূলে সেবা প্রদানের একমাত্র মাধ্যম ইউনিয়ন পরিষদ। বর্তমান আইটির যুগে সুশিক্ষিত লোকেরা অধিক সেবা দিতে পারে। তাই জনপ্রতিনিধিরা হতে হবে সুশিক্ষিত। বাস্তবতার কারনে স্বল্প শিক্ষিত লোকেরাও স্থানীয় জনপ্রতিনিধি হতে দেখা যাচ্ছে। ফলে অনেক জনপ্রিতিনিধি আইটির যুগে অধিক সেবা দিতে পারছে না। তাই বাস্তবতার আলোকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণার পর পরই নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের বুনিয়াদি প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে শপথ করানো হলে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম শুরু থেকেই সরকারী নীতিমালা অনুযায়ী দ্রুত বাস্তবায়ন হতে থাকবে। প্রশিক্ষণে জন্য উপযুক্ত স্থান হতে পারে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন। আর প্রশিক্ষনের জন্য বর্তমানে প্রয়োজনীয় অর্থ রয়েছে প্রত্যেক ইউনিয়নে এলজিএসপি-২ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির খাত। লিখিত প্রস্তাবটি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন হবিগঞ্জ জেলায় অনুকরণীয় মডেল সৃষ্টির আহ্বান জানান। এসময় জেলা প্রশাসক সাবিনা আলম প্রশিক্ষণের প্রস্তাব সময় উপযোগী উল্লেখ করে বলেন, দ্বিতীয় দফা ৩১ মার্চ আজমিরীগঞ্জ ৫ ইউ.পি নির্বাচনের পরপরই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে।