Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাহপুরে মার কারখানার দূরগন্ধে ফসলাদি ও জনস্বাস্থ্য হুমকি মূখে ॥ বিক্ষুদ্ধ জনতার হামলা ॥ ভাংচুর ॥ আহত ৩

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় মার কারখানায় আবারও হামলা ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক ইসমাঈল হোসেন জানান, গতকাল দুপুরে কতিপয় লোক কারখানার প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে দরজা জানালার কাচ ও এসি ভাংচুর করেছে। এ সময় হামলায়  ফয়সল, বশির ও হেলাল নামের তিন শ্রমিক আহত হন। এদিকে গ্রামবাসী জানান, দীর্ঘ দিন ধরে মার কারখানার বর্জ্য নির্গত হয়ে একটি নালায় পড়ে ফসলাদি ও জনস্বাস্থ্য এবং জীব বৈচিত্র হুমকির মধ্যে পড়েছে। বর্জ্য পরিশোধন কেন্দ্র (ইটিপি) স্থাপন করে কারখানা চালু করার দাবি করা হলেও তা হচ্ছে না। কারখানার মহা-ব্যবস্থাপক মোতাচ্ছিম বিল্লাহ জানান, ইটিপি চালু রয়েছে। তবে পুরোপরি সক্রিয় হতে কিছু সময় লাগবে। তখন দূর্গন্ধ থাববে না। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে.এম আজমিরুজ্জামান জানান, কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে  পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।