Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চ্যানেল আই’র উদ্যোগে স্বর্ণ কিশোরী ও সূর্য্য কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার জে কে উচ্চ বিদ্যালয়ে চ্যানেল আই আয়োজনে স্বর্ণ কিশোরী ও সূর্য্য কিশোর প্রতিযোগিতা ও ক্লাব সদস্যদের পরিচিতি অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের ৫জন করে ৮টি টিম অংশ গ্রহণ করে। প্রায় ৫হাজার ৪০জন ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন স্বর্ণ কিশোর ও সুর্য্য কিশোর নেটওয়ার্কের পরিচালক ও চ্যানেল আই এর উপস্থাপিকা ফারজানা ব্রাওনিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, চ্যানেল আই জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী মোমিন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতে খাঁন প্রমূখ। অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,জে,কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল খায়ের, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেনসহ বিভিন্ন উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৮টি বিদ্যালয়ের ৫জন করে ৮টি দল উপস্থিত প্রতিযোগিতামূলক বক্তৃতায় অংশ গ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে চুনারুঘাট উচ্চ বিদ্যালয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, স্বর্ণ কিশোরী ও সূর্য কিশোর অনুষ্ঠানটি প্রতি শনিবার বিকেল সাড়ে ৫টায় ও শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই- এ সম্প্রচার হয়ে থাকে।