Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তীব্র শীতে চরম দুর্ভোগে মাধবপুর হাসপাতালের রোগীরা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ তীব্র শীতে কাবু হয়ে পড়েছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীরা। তীব্র শীতের মধ্যেও সরকারী কম্বল না পেয়ে  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা সদরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ৫০ শয্যা হাসপাতালে দূর্ঘটনার কবলে পড়ে ও বিভিন্ন রোগাক্রান্ত শতাধিক রোগী এ হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু তীব্র শৈত্য প্রবাহের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তিকৃত শীতার্ত রোগীদের মধ্যে কম্বল সরবরাহ করতে পারছে না। এতে করে রোগীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের অভিযোগ কম্বল চেয়েও কম্বল পাওয়া যায়নি। এ নিয়ে রোগী এবং হাসপাতালে কর্মরত স্টাফদের  মধ্যে প্রায়ই বাগবিতন্ডা হচ্ছে। ঠাণ্ডা জনিত সমস্যায় পড়ে রোগের তীব্রতাও আরো বাড়ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মচারী জানান, হাসপাতালের কর্তা ব্যক্তিদের অবহেলার কারণে রোগীরা এ বিড়ম্বনার শিকার হচ্ছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কম্বলের অপ্রতুলতাই মূল সমস্যা। তাদের কোনো অবহেলা নেই। মোট শয্যার চেয়ে কখনো কখনো রোগীর সংখ্যা ২/৩গুণ বেড়ে যাওয়ায় সবাইকে কম্বল দেওয়া সম্ভব হচ্ছে না।