Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিরপুর বাজারে রাস্তার করুণ দশা ॥ মেরামতের দাবীতে জনতার প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সবেচেয়ে জনবহুল বাজার মিরপুর। বাজারের ভেতের প্রবেশের মূল ফটকের রাস্তাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক মেরামত করার কথা থাকলেও দীর্ঘ ৩ বছর যাবৎ প্রতিশ্র“তির মধ্যেই আটকে রয়েছে রাস্তার মেরামতের দাবী। সরেজমিন দেখা গেছে মিরপুর-বাহুবল রোডের চেয়ে প্রায় দেড় ফুট নিচে পড়ে গেছে বাজারের ওই রাস্তাটি। বৃষ্টির হলেই মিরপুর বাজারের মূল সড়কের সমূদয় পানি ওই রাস্তায় গিয়ে পতিত হয়। ফলে পানিতে টইটম্বুর হয়ে যায়। জনসাধারণ তথা বাজারের আগত বিভিন্ন এলাকার মানুষ চলাচল করতে মারাত্মক দুর্ভোগের শিকার হন। কাঁদা পানিতে অনেক সময় জামা কাপড় পোষাক পরিচ্ছন্ন পর্যন্ত ময়লায় ভরে গিয়ে চরম বিরক্তির সৃষ্টি করছে আগত মানুষের কাছে। জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটি মেরামত করতে দীর্ঘ দিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালের কাছে মেরামত করার দাবী জানিয়ে আসছেন মিরপুর বাজার ব্যবসায়ীবৃন্দ। প্রতিবারই মেরামত করার প্রতিশ্র“তি দেন তিনি। কিন্তু তার ওয়াদা আর শেষ হয়নি। ব্যর্থ হয়ে বাজার কমিটির সেক্রেটারী শামছুদ্দিন মিরপুর বাজারের ব্যবসায়ীদের পক্ষে ইউএনও বরাবর লিখিত দাবী জানান। কিন্তু কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। গত দুদিনের বৃষ্টিতে ওই রাস্তাটি পানিতে ডুবে যায়। এমতাবস্থায় রাস্তাটি ব্যবসায়ী ও আগত লোকজন অবরোধ করে চলাচল বন্ধ করে প্রতিবাদ সভা করেন।
এতে বক্তব্য রাখেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নীরু, বাজার কমিটির সেক্রেটারী শামছুদ্দিন প্রমূখ।
এর সাথে সাথেই উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করে এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন জনতা। প্রতিবাদ সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধরেন।