Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আলোচিত জোসনা হত্যা মামলার চার্জশীট গৃহীত ॥ ৪ মূল হত্যাকারীর বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলায় আদালতে চার্জশীট গৃহীত হয়েছে। আদালত ৪ হত্যাকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এ আদেশ দেন। আসামীরা হল ঃ নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আব্দুল্লাহর পুত্র আল আমিন, গন্ধা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র কানা আকবর, জাকির হোসেন ও মহিউদ্দিন আহমেদ। বর্তমানে তারা আত্মগোপনে রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোসনাকে নবীগঞ্জের মদনপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর জোসনার পক্ষে রজব আলী বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোকতাদির আলম চৌধুরী উল্লেখিত ৪ জনসহ আরো বেশ কয়েকজনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। এ ছাড়া পুলিশ মামলায় নির্দোষ ব্যক্তিদের বাদ দিয়ে আদালতে চার্জশীট করলে গতকাল আদালত উল্লেখিত আদেশ দেন।