Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৮টি পদে ভোট গ্রহণ করা হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্য থেকে এ ৮ জন প্রার্থী লিডার নির্বাচনে অংশ নেয়।
গতকাল সোমবার সকাল ১১টায় পৌর এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বৃষ্টির মধ্যে ক্ষুদে ভোটাররা লাইনে দাড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জানান, ৩টি বুথে বিদ্যালয়ের ৫’শ ৯২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন। এর পূর্বে সকাল ১০টায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে সরজমিনে দেখা যায়, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সবগুলো বিদ্যালয়েই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক জানান, উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি মাদ্রাসায় একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম উপজেলার সকল মাধ্যমিক প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হল। নি৩র্বাচিতরা মূলত ছোটবেলা থেকেই গণতন্ত্র চর্চা এবং নেতৃত্বের মানসিকতা তৈরীর জন্যই সরকার এ পদ্ধতি চালু করেছে বলেও তিনি জানান।