Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে বিএনপি প্রার্থী মনোনয়নে সঠিক সিদ্ধান্ত না নিলে ইউনিয়ন নির্বাচনে ভরাডুবির আশংকা

আবুল কাসেম, লাখাই থেকে ॥ আগামী ৭মে লাখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নে সটিক সিদ্ধান্ত না নিলে নির্বাচনে ভরাডুবির আশংকা করছেন দলের ত্যাগি নেতা কর্মী ও তৃণমুল কর্মীরা। জানা গেছে আগামী ৭মে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে বিএনপি মনোনয়ন প্রত্যাশি ১৪জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করলে ও ইতিমধ্যে ১৩জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। তারা হলেন লাখাই ইউনিয়ন থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পদক আরিফ আহমেদ রুপন, লাখাই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, লাখাই ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী। মুড়াকরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আব্দুল কাদির, বিএনপি নেতা এডভোকেট সামছুল ইসলাম। বামৈ ইউনিয়নের বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ। করাব ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুল আলম জসিম, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন চৌধুরী। বুল্লা ইউনিয়নে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ রুমান তালুকদার, জাসাস নেতা আবুল কালাম টিপু, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সালেহ আহমেদ এর নিকট মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদিকে এ রির্পোট লেখা পযন্ত মুুড়িয়াউক ইউনিয়ন থেকে রফিকুল ইসলাম মলাই, মোঃ নুরুউল্লা ও বামৈ ইউনিয়ন থেকে মোঃ আউয়াল ভ্ইূয়া মনোনয়ন ফরম জমা দেননি। এক প্রশ্নের জবাবে উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদা আব্দাল এ প্রতিনিধি কে বলেন বামৈ ও মুড়িয়াক ইউনিয়ন থেকে ফরম ক্রয় করে নেওয়া ৩ জন এখনও ফরম জমা দেনানি। তবে সম্ভাবনা আছে বলে জানান। আর এক প্রশ্নের জবাবে ফরম জমা দানের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশিদের কোন সময় সীমা বেধে দেননি বলে তাও তিনি জানান। তবে এদিকে এবারে নির্বাচনে তৃণমুল নেতাকর্মী ও দলের শুভাকাংখীরা ভাবছেন অন্যভাবে। তারা মনে করেন যারা আন্দোলন সংগ্রামে দায়ীত্ব পালনের পাশাপাশি হরতাল পিকেটিং এরম মত কঠিন কর্ম সুচিতে ঝুরালো ভাবে অংশ নিয়ে দলের পক্ষে কাজ করছেন এমন প্রার্থীদের মনোনয়ন দেয়া উচিত। এ ক্ষেত্রে যদি বিবেক বিবেচনার অভাব থাকে  তবে এমন সিদ্ধান্ত ভরাডুবির  আশংকা হবে বলে তারা মনে করেছেন। নাম প্রকাশ না করার শর্তে দলের অনেকেই এ প্রতিবেদককে বলেন মুখ চিনে এ মনোনয়ন দিলে ভবিষ্যতে এর খেসারত দিতে হবে। এর কারন হিসাবে তারা বলছেন গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপি এডঃ সালেহ আহমেদ, বিএনপি নেতা উয়াহেদুজ্জামান আগা মিয়া, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল মোল্ল তারা কেউ ওই দলের একক প্রার্থী না হয়ে যার যার মত নির্বাচন করছিলেন। যার ফলে ভরাডুবি হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহব্বয়ক আক্তার মিয়া বলেন যারা দলের আন্দোলন সংগ্রামে কাজ করে আসছেন। এমন প্রার্থীদের মনোনয়ন দিলে জয় লাভের আশা করা যায়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মশিউর রহমান চোধুরী সাচ্চুু সকল দিক বিবেচনায় এনে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত বলে তিনি এ প্রতিনিধিকে জানান।