Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ সড়কে অপরিকল্পিত গতিরোধকে সিএনজি উল্টে মুয়াজ্জিন নিহত ॥ দায়ী কে ?

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সিএনজি উল্টে মাওঃ আহমদ হোসেন পলাশ (৩৫) নামে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ শহরের টাউন মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি শহরের রাজনগর এলাকার আহমদ হোসেন মৌলন মিয়ার ছেলে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই সড়কের পুরানগাঁও প্রাথমিক স্কুলের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। অপরিকল্পিতভাবে ওই স্থানে গতিরোধক বাঁধ নির্মাণ করার কারণেই এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী দ্রুতগতির একটি সিএনজি (হবিগঞ্জ-থ-১১-৪০৯১) ওই স্থানে পৌছুলে অপরিকল্পিতভাবে নির্মিত গতিরোধক বাঁধের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় মাওলানা আহমদ হোসেন পলাশ ছিটকে সড়কে পড়ে যান। এতে তিনি মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নবীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে যাচ্ছিলেন।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই স্থানে দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়। সেই কারণে সেখানে দুটি গতিরোধক বাধ নির্মাণ করা হয়। কিন্তু এগুলো নির্মাণে সড়ক ও জনপথ কর্তৃপক্ষের কোন অনুমতি নেয়া হয়নি। এই অবৈধ গতিরোধকের কারণে হালকা যানবাহন বিশেষ করে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চালকরা প্রায় সময়ই দূর্ঘটনার সম্মুখীন হতে হয়। গতকাল শনিবার যে বাঁধের সাথে সিএনজির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে ওই গতিরোধক বাঁধটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে নির্মাণ করা হয়। গতিরোধক বাঁধ দুটি এতই উচু করে নির্মাণ করা হয়েছে যে, তখন থেকে অনেকেই এ দুটি বাঁধকে মরণফাঁদ হিসেবে মনে করছেন। সড়ক ও জনপথের এই সড়কে ব্যক্তিগতভাবে গতিরোধক নির্মাণ করে যান চলাচল বাধাগ্রস্থ করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
অপরদিকে অপরিকল্পিতভাবে গতিরোধক বাঁধ নির্মাণ করা হলেও সড়ক ও জনপথ বিভাগ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। এটা সড়ক ও জনপথ বিভাগের চরম উদাসীনতা বলে মনে করেন সচেতন মহল।