Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বাউল শিল্পীদের পুলিশী হয়রানীর তীব্র নিন্দা জানিয়েছে জেলা বাউল কল্যাণ ফেডারেশন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের গানের আসর থেকে বাউল শিল্পীদের আটক করে হয়রানীর নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবীগঞ্জের বেগমপুর গ্রামে অবস্থিত শাহ সুন্দর আলী মাজারে বার্ষিক ওরস চলাকালে কাফেলায় শিল্পীরা বাউল গান পরিবেশন করছিলেন। ভক্তদের উপস্থিতিতে গান চলাকালে রাত অনুমান আড়াই টার দিকে নবীগঞ্জ থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ কাফেলায় হানা দিয়ে কাফেলার বাউল শিল্পীদের আটক ও সাউন্ড সিষ্টেমের সরঞ্জামাদি জব্ধ করে থানায় নিয়ে আসে। নেতৃবৃন্দ বলেন, একজন ওলির মাজারে ভক্তদের উদ্দেশ্যে আধ্যাত্যিক গান পরিবেশন করাকালে উদ্দেশ্য প্রনোদিত ভাবে হীনমানসে নবীগঞ্জ থানার ওসি একগুয়েমী করে বাউল শিল্পীদের আটক করে থানায় নিয়ে এসে মানসিক নির্যাতন করেন। অথচ ওরস আয়োজকরা বার বার ওসিকে বিষয়টি বুঝানোর চেষ্টা করলে তিনি রেগে গিয়ে আয়োজনকদেরও আটক করার হুমকী দেন। এ নিয়ে হবিগঞ্জের বাউল কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সহ শিল্পী-যন্ত্রীকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিবৃতিদাতাগণ হলেন, জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সভাপতি বাউল আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জু শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ ঠাকুর চৌধুরী, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ইদু শাহ, অর্থ সম্পাদক নিতেন্দ্র রায়, মহিলা সম্পাদক মুক্তা আক্তার, গীতিকার আব্দুল মুকিত ও গীতিকার নজরুল ইসলাম ইয়াফিস, আব্দুল মুকিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।