Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলাপুর গ্রামে বিয়ে বাড়ীতে ইভটিজিং ॥ সংঘর্ষে আহত ৩০

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামে বিয়ে বাড়িতে ইভটিজিং করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার আলাপুর গ্রামের ছাবু মিয়ার কন্যার বিয়ে বাড়িতে মেয়েদের ইভটিজিং করাকে কেন্দ্র করে দিলোয়ারের সাথে বাকবিতন্ডা হয় পার্শ্ববর্তী যাত্রাবড়বাড়ি গ্রামের রাসেলের। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাসেলের গ্রামের লোকজন আলাপুরে এসে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানার এসআই রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গুরুতর আহত অবস্থায় হোসেন আলী (১৮), খেলু মিয়া (৩৫), আজিজ (৩০), আব্দুল হাই (৩০), ফারুক মিয়া (২০), রুবেল (২৩), সুমন (২৫) ও মুক্তিযোদ্ধা সালাম উল্লা (৭০) ও দেলোয়ার (২৬)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।