Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গরুকে ‘রাষ্ট্রমাতা’র মর্যাদা দেওয়ার দাবিতে আত্মহত্যা!

এক্সপ্রেস ডেস্ক ॥ দেশজুড়ে গরুকে দেশের মা বলে ঘোষণা ও গোমাংসে নিষেধাজ্ঞা জারির দাবিতে ভারতের রাজকোটের জেলা প্রশাসনের সদর কার্যালয়ের বাইরে বিষপান করেন আট পশুপ্রেমী। পুলিশ থাকা সত্ত্বেও তাদের নজর এড়িয়ে কীটনাশক খান তাঁরা। পুলিশকর্মীরা বাধা দেওয়ার সুযোগই পাননি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে ৩৫ বছর বয়সি হিন্দাভাই ভামবাদিয়া নামে তাঁদের মধ্যে একজন মারা যান। বাকিদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন এসিপি কল্পেশ চাভদা। ঘটনার পর হাসপাতালে ছুটে যান রাজকোটের প্রাক্তন কংগ্রেস এমপি কুন্দভারজি বাভালিয়া ও গোসেবা আয়োগ চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া। কিন্তু তাদের সেখানে ঢুকতে বাধা দেয় একদল বিক্ষোভকারী। গরুকে রাষ্ট্রমাতা-র স্বীকৃতি চেয়ে আন্দোলনের পিছনে রয়েছে গোরক্ষক সমিতি নামে একটি সংগঠন। তারা ভামবাদিয়ার মৃত্যুতে শোক জানিয়ে গুজরাত বনধের ডাক দিয়েছে। কিন্তু ওখানে আত্মহত্যার চেষ্টা হতে পারে বলে সূত্র মারফত আগাম খবর থাকা সত্ত্বেও কী করে পুলিশের সামনে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত হবে বলে জানা গিয়েছে।