Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে প্রধান শিক্ষকদের ২১ দিনের লিডারশীপ প্রশিক্ষণ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা রিসোর্স সেন্টারে ২১ দিন ব্যাপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের স্কুলমুখী করার কৌশল বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউআরসি ইন্সট্রাক্টর মেসবাহ উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি মমিন স্কুল প্রতিষ্ঠানের বৃহত্তর উন্নয়ন ও ভবিষ্যৎ কল্যাণের স্বার্থে জনপ্রতিনিধি প্রার্থীদেরকে স্কুল পরিদর্শনের আহ্বান জানিয়ে কোমলমতি শিশুদের স্কুলমুখি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বনের আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব মিয়া, শ্রীরামপুর স্কুলের প্রধান শিক্ষক সব্যসাচী চক্রবর্তী, শতমুখা স্কুলের প্রধান শিক্ষক পিংকু রায়, শ্রীমঙ্গলকান্দি স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তাফা, দক্ষিণ সাঙ্গর স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামীম চৌধুরী, সুজাতপুর স্কুলের প্রধান শিক্ষক কাজল কুমার রায়, নোয়াবাদ চন্ডীপুর স্কুলের প্রধান শিক্ষক বিজয় চন্দ্র দাস, কালাইনজুরা স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন তরফদার প্রমুখ।