Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২৩ এপ্রিল বানিয়াচঙ্গের ১৪ ইউনিয়নে নির্বাচন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন অনুষ্টিত হবে ২৩ এপ্রিল শনিবার। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ রবিবার, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে যথাক্রমে ২৯ থেকে ৩০ মার্চ (মঙ্গল ও বুধবার)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ এপ্রিল বুধবার। বানিয়াচং উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি, ২নং উত্তর পশ্চিম ইউপি, ৩নং দক্ষিণ পূর্ব ইউপি এবং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, ৫নং দৌলতপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদ, ৬নং কাগাপাশা ইউপি ও ৭নং বড়ইউড়ি ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক, ৮নং খাগাউড়া ইউপি, ৯নং পুকড়া ইউপি ও ১০নং সুবিদপুর ইউনিয়নে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, ১১নং মক্রমপুর ইউপি ও ১২নং সুজাতপুর ইউনিয়নে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাকসুদুল হক ভূইয়া, ১৩ নং মন্দরী ইউপি, ১৪নং মুরাদপুর ইউপি এবং ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীরা দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের রিটার্নিং অফিসার এর কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আশা করি বানিয়াচংবাসী একটি সুন্দর নির্বাচন উপহার পাবে। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের নির্বাচনের আচরণবিধি মেনে প্রচার প্রচারণায় অংশ গ্রহনের আহবান জানান।