Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে হত্যার হুমকি ॥ থানায় জিডি

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদল নেতা রায়েছ কর্তৃক নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ আবদুল গফুর চৌধুরীকে হত্যার হুমকি দেয়ায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বাব্যসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর নিকট খুনের হুমকি দেন রায়েছ মিয়া এবং তার দুই সহোদর। এঘটনায় রায়েছ মিয়া এবং তার সহোদর সোহান মিয়া ও রায়হান মিয়ার বিরুদ্ধে রবিবার থানায় এজিডি করা হয়েছে। জিডি নং ৫০১।
অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার খনকারী পাড়া গ্রামের শমছু মিয়ার পুত্র রায়েছের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে। রায়েছ বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় রয়েছেন ওই গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গফুর চৌধুরী ও সোহেল আহমদ চৌধুরী রিপনসহ এলাকার লোকজন। গ্রাম এলাকায় শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য রায়েছ ও তার দুই সহোদরকে নিবৃত রাখার জন্য পরিবারের লোকজনের প্রতি আহবান জানানো হয়। এতে আবদুল গফুর চৌধুরী ও সোহেল আহমদ চৌধুরী রিপনের প্রতি ক্ষুব্ধ হয় রায়েছ ও তার দুই সহোদর। ১৩ মার্চ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহানের বাড়িতে যায়। এসময় বাড়ির রাস্তায় সাইফুল জাহান চৌধুরীকে উদ্দেশ্য করে রায়েছ মিয়া বলে বাজারের সভাপতি গফুর মিয়া ও সোহেল আহমদ খনকারীপাড়া গ্রাম ও এলাকায় বেশি বাড়াবাড়ি শুরু করেছে। দু’জন নিবৃত না হলে যে কোন মুহুর্তে তাদের খুন করা হবে। এখবর জানার পর আবদুল গফুর চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ থানায় জিডি করেন।