Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৮তম জন্ম উৎসব পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ২দিন ব্যাপী শ্রী শ্রী অনুকুল চন্দ্রের ১২৮ তম জন্ম উৎসব গত সোমবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল সকাল ৮টায় ঠাকুরের প্রতৃকৃতিসহ বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বস্ত্র বিতরন, ঠাকুর পূজা, ঠাকুরের লীলা কীর্তন, আলোচনা সভা, সমবেত প্রার্থনা, সদ গ্রন্থাদি পাঠ, সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন। উৎসব কমিটির সহ-সভাপতি  রাখাল চন্দ্র দাশের সভাপতিত্বে এবং উৎসব কমিটির সাধরন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল ও শিক্ষক সজল কুমার দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সৎসঙ্গ বিহারের প্রাক্তন অধ্যক্ষ রামকৃষ্ণ ভট্টাচার্য্য এসপিআর। বিশেষ অতিথি ছিলেন সিলেট সৎসঙ্গ বিহারের ইনচার্জ অধ্যাপক আশোতোষ দাশ এসপিআর, রতন কুমার দেব এসপিআর, সুকুমার দাশ এসপিআর, মধু সূদন সরকার এসপিআর, হরেন্দ্র চন্দ্র দেব এসপিআর, রনবীর দেবরায় এসপিআর, যাজক পিযুশ কান্দি দাশ, যাজক নিরঞ্জন চন্দ্র চন্দ,অর্নিবান চৌধুরী, হবিগঞ্জ জেলা সৎসঙ্গে সাধারন সম্পাদক সুনীল চন্দ্র দাশ, এডঃ পরিতোষ চৌধুরী, নিশিকান্ত দাশ, ডাঃ প্রেমতোষ রায়, প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, প্রধান শিক্ষক দেবব্রত দাশ প্রমূখ।