Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দিতে মধ্য রাতে পেট্টোল পাম্পে আগুন ॥ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ব্যস্ততম জনবহুল আউশকান্দি- হীরাগঞ্জ মধ্য বাজারে পরিত্যাক্ত ওয়াহাব পেট্রোল পাম্পের গুদাম ঘরে গতকাল রোববার রাত ১০টা ১৫ মিনিটের সময় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আচঁ করতে পেরে হৈ হুল্লুর শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে প্রায় দু’ঘন্টা স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সরেজমিনে দেখা যায়, গুদাম ঘর ও ঘরে থাকা শতাধিক গ্যাস সিলিন্ডার, অর্ধ শতাধিক কেরোসিন এর ড্রাম, ডিজেল, মবিল ও আসবাপত্র সহ বিভিন্ন মূল্যবান জিনিস পত্র মূহুর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় আউশকান্দি-হীরাগঞ্জ বাজারে অবস্থানরত বাসা বাড়ি ও বিভিন্ন ব্যবসায়ীর মধ্যে আতংক ছড়িয়ে পড়লে লোকজন দিক বেদিক ছুটাছুটি করেন। রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসলে লোকজনদের মধ্যে স্বস্থি ফিরে আসে।
এ ব্যাপারে পাম্পের দায়িত্বরত কাঞ্চন মিয়ার সাথে আলাপকালে তিনি জানান, আমি ওই সময় গুদাম ঘরে ছিলাম না। আগুনের খবর পেয়ে ছুটে আসি। এবং আগুনে আমার ব্যবসা প্রতিষ্টানের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তৈয়ব আলী হাওলাদার জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ভাবে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌছে আপ্রাণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনি।