Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়েরা শিক্ষিত হলে সমাজ অগ্রসর হয়-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, মেয়েরা শিক্ষিত হলে সমাজ অগ্রসর হয়। তাই গ্রামাঞ্চলে বসবাসরত মেয়েরা যাতে সুশিক্ষা গ্রহণ করতে পারে সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল রবিবার হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামে নুরুন্নেছা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থান উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে মোঃ আবু জাহির এমপি উপরোক্ত কথা বলেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়া বিদ্যালয়ের উন্নয়নে তিনি অব্যাহতভাবে সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।
সাবেক ছাত্র নেতা আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব আব্দুল মতিন খান, বিশিষ্ঠ ব্যবসায়ী এম এ রাজ্জাক, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, এডঃ আবুল কালাম। মামুন খানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী আলাপুর গ্রামের কৃতিসন্তান মোঃ সালাহ্ উদ্দিন তাহির আলী। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আকতার হোসেন, সেবুল আহমেদ, ডাঃ মঙ্গল, আব্দুল হাসিম মেম্বার, আতাউর রহমান খান প্রমুখ।