Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জের স্বপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ফয়সল গ্রেপ্তার

এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার নয়াহাটি গ্রামের স্বপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফয়সল (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে এসআই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খইয়ারপুর গ্রামের মোয়াজ্জেম মিয়ার বাড়ী থেকে গ্রেফতার করে।
জানা যায়, ২০০৬ সালে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নোয়াহাটি গ্রামে সংঘর্ষে হাজ্বী আবু জাফর চৌধুরীর পুত্র স্বপন ঘটনাস্থলে নিহত হয়। নিহত স্বপনের বড়ভাই এডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফয়সল মিয়ার অনুপস্থিতিতে ২০১১ সালে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত আসামি ফয়সল মিয়াসহ ৪ জনকে মৃত্যুদন্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। গতকাল আজমিরীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামের মোয়াজ্জেম মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। ফয়সল শিবপাশা ইউনিয়নের নোয়াহাটি গ্রামের আব্দুল মন্নার মিয়ার পুত্র।