Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের তাহিরপুর মাদরাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদরাসায় জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে ২০১২ শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক অভিভাবক সম্মেলন গত রবিবার সকাল ১১ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব এখলাছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ও নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন তালুকদার। মাদরাসার বাংলা প্রভাষক আলী আকবর ও সহকারি মৌলভী হোসাইন আহমদ মৌজুদীর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব মোজাহিদ আহমদ ও মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি হাজী মোঃ  মিরাশ উদ্দিন, কার্যকরী কমিটির সাবেক সদস্য মোঃ মুহিতুর রহমান ও আলহাজ্ব ক্বারী মোঃ ময়না মিয়া, মাস্টার আব্দুল কাদির, মাওলানা আনছারুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ,মোঃ জালাল উদ্দিন, মোঃ আবুল কাশেম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মুনিম  চৌধুরী বাবু মাদরাসার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি মাঠ ভরাটসহ মাদরাসার উন্নয়নে ২লাখ টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার  ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত, ড্রেস বাধ্যতামূলক, দৈনিক প্রতিবেদন ডায়েরী নির্ধারিত কলামে লিখা ও তদারকি এবং মাসিক টিউটরিয়াল পরীক্ষায় উপস্থিতি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। অভিভাবক  সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গভর্ণিং বডির সদস্য মোঃ আব্দুল আজাদ, হাজী মোঃ খলিলুর রহমান নফিছ, মোঃ সোলায়মান মিয়া ও শিক্ষকবৃন্দ বিপুল সংখ্যক অভিভাবক ও সুধিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলনে মাদরাসার সার্বিক উন্নয়নের ওপর কবিতা পাঠ করেন মাদরাসার দশম শ্রেণির ছাত্রী মোছাঃ তহুরা আক্তার।