Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মানব সভ্যতার অমূল্য রতন

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মানব সভ্যতার অমূল্য রতন। এ কৌশলী ভাষনের মাধ্যমে তিনি জাতিকে নির্দেশনা দান করেছিলেন। এই মার্চ মাসের ১৭ তারিখে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাই আমরা মার্চ মাসকে ভুলতে পারিনা। মার্চ মাসের চেতনাকে বুকে ধারন করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। গতকাল রাতে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডঃ সুলতান মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল মজিদ খান এমপি, সহ-সভাপতি আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ-প্রচার সম্পাদক অ্যাডঃ আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, অ্যাডঃ আকবর হোসেইন জিতু, অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, হিরাজ মিয়া, সফিকুজ্জামান হিরাজ, শাহ জয়নাল আবেদীন রাসেল, মোস্তফা কামাল আজাদ রাসেল, মোতাহের হোসেন রিজু, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী।
এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন করেছে। প্রতিটি ইউনিয়নে যেখানে আওয়ামীলীগের প্রার্থীদের আধিক্য সেখানে বিএনপি অনেক ইউনিয়নে প্রার্থী দিতে পারছেনা। এতেই প্রমাণ হয় তারা কতটা জনবিচ্ছিন্ন। ইউনিয়ন নির্বাচনে তিনি দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত বিপ্লব তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হচ্ছে।
এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী আইনজীবি পরিষদ। গতকাল বিকেলে মোক্তার লাইব্রেরীতে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও সাবেক এমপি অ্যাডঃ আব্দুল মোছাব্বির। সাধারন সম্পাদক অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোর পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।