Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালিয়ারভাঙ্গা ইউনিয়নে মেম্বারের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোতাব্বির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষের নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে উলে­খ করা হয়, ২০১৫-১৬ অর্থ বছরে শাখা বরাক নদীর পশ্চিম পাড় হতে হবিগঞ্জ-নবীগঞ্জ রাস্তা পর্যন্ত মাটি কাটানোর জন্য ২লাখ ১০হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। মেম্বার মোতাব্বির হোসেন মাত্র ১৫/২০ হাজার টাকার কাজ করে বাকী টাকা তিনি আত্মসাত করেন। একই অর্থ বছরে হবিগঞ্জ-নবীগঞ্জ রাস্তা হতে শাখা বরাক নদী পর্যন্ত ইট সলিং কাজে ২লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। উক্ত প্রকল্পের কোন কাজ না করেই তিনি সমুদয় টাকা আত্মসাত করেন। এছাড়া একই অর্থ বছরে গুঙ্গিয়াজুরী নদীর পূর্ব পাড় (লহরজপুর) গুদারাঘাট  হতে বড়খলা নামক স্থান পর্যন্ত তাকে ২লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। উক্ত প্রকল্পের কোন কাজ না করেই টাকা উত্তোলনের চেষ্টা করেন মেম্বার মোতাব্বির হোসেন। এ ব্যাপারে গ্রামবাসী স্থানীয় চেয়ারম্যান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করলে তাঁরা সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরবর্তীতে নাম মাত্র কাজ করে আবারো সমুদয় টাকা উত্তোলনের চেষ্ঠা করছেন তিনি। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাচ্ছেন গ্রামবাসী।