Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতিষ্ঠা বার্ষিকীতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তাগণ বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল অঙ্গিকারবদ্ধ

প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্রদলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ১ জানুয়ারী বিকেলে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ-এর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। ডিজিটাল ব্যানার, ফেষ্টুন সহকারে “শুভ শুভ শুভদিন ছাত্রদলের জন্ম দিন, জন্ম দিনের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” ইত্যাদি শ্লোগানে শহর মুখরিত করে মিছিলটি স্থানীয় আরডি হল প্রাঙ্গনে পথ সভায় মিলিত হয়। সৈয়দ মুশফিক আহমেদ-এর সভাপতিত্বে উক্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসবী সাঈদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান উজ্জ্বল, সিনিয়র সদস্য মোঃ ফারুক আহমেদ, আজিজুর রহমান আজিজ, হারুনুর রশীদ হারুন, মোঃ ওয়াহিদুজ্জামান, আলমপানা চৌধুরী মাসুদ, আবুল খায়ের অপু, মোঃ আরিফে রাব্বানী টিটু, হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন চৌধুরী, গুলজার খান, মাহফুজুর রহমান চৌধুরী, সাইফুল রহমান রিপন, এম এ রুমেল, রায়েদ চৌধুরী রিংকু, সুমন চৌধুরী, মইনুল ইসলাম পারভেজ, মোঃ এনামুল মিয়া, মহিবুল ইসলাম সুমন, আবুল বাশার জুম্মন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রকি, মোঃ কামরুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, রাসেল মোল্লা, শাহ আলম হোসাইন, ফেরদৌস তালুকদার, আজিজ সিদ্দিকী, মোঃ আল আমিন, রিফাত চৌধুরী মিল্লাত, জিবলু আহমেদ, শাহ আলম, কায়েছ মোন্তাকিম, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, কাজী জুলহাস, মোহন চৌধুরী, লিংকন আহমেদ, জাকারিয়া রুবেল, রেজাউল করিম, হানিফ আহমেদ নিরব, আল আমিন, ফজলে রুহানী, আল হেলাল সুমন, সাজিদুর রহমান, ইকবাল হোসেন ফয়সল, আলীম, লুৎফুর, আব্দুল মতিন, সত্ত রঞ্জন দাস উজ্জ্বল, ইলিয়াছ, মুর্শেদ কামাল, ফয়েজ উল্লা, হোসেন, সালমান, সারোয়ার, শিপন, এনাম, সোহাগ, হিফজুর রহমান শুভ, মোছাব্বির চৌধুরী, রাসেল, সোহেল, কাউছার, জনি, তোফায়েল খান, সেজু মিয়া, জাহেদ, রায়হান মিয়া, সজিব, হেলাল উদ্দিন, জাফরান আহমেদ, শফিক, ওয়াহিদ আলম, আশিশ দাস, জিবন, নোবেল প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল অঙ্গিকারবদ্ধ। জনতার রক্তের উপর নৌকা ভাসিয়ে শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসতে চান, এই স্বপ্ন ছাত্রদল পূরণ হতে দেবে না।