Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে-জয়ন্ত দেব

প্রেস বিজ্ঞপ্তি \ দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে সেই সাথে বিভিনস্থানে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে। সংখ্যালঘু স¤প্রদায় বিশেষ করে সনাতন ধর্মালম্বীদের অধিকার নিশ্চিত না করে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না। এজন্য সনাতন ধর্মালম্বীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের সকল মানবতাবাদী নাগরিকদের এগিয়ে আসতে হবে। গত ৫ মার্চ স্থানীয় রাধাগোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত দেব উলে­খিত কথাগুলো বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত সেন। এছাড়াও অতিথি ছিলেন মৃত্যুঞ্জয় ধর ভোলা, দিপালী চক্রবর্ত্তী, এডঃ অহীন্দ্র দত্ত চৌধুরী, এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, উদয় গৌর ব্রহ্মচারী প্রমুখ। সকাল ১০টায় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন হয়। এডঃ পূণ্যব্রত চৌধুরীর সভাপতিত্বে ও সুধাংশু সূত্রধরের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শংখ শুভ্র রায়। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা। উক্ত রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন বনবিহারী রায়, নিরঞ্জন সাহা, প্রমোদ মালাকার, সুনীল দাস, পীযুষ চক্রবর্ত্তী, নিখিল আচার্য্য, প্রণয় পাল, মৃদুল রায়, সত্য রঞ্জন ঘোষ, শংকর রায়, এডঃ মুরলী ধর, অমিত ভট্টাচার্য্য, বাদল রায়, নিলাদ্রি শেখর টিটু। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অজিত কুমার পাল, এডঃ সুব্রত চক্রবর্ত্তী, এডঃ রনজিত কুমার দত্ত, এডঃ সুধাংশু সূত্রধর, এডঃ সুবীর রায়, সুজিত বণিক, স্বপন বণিক, অধ্যক্ষ পার্থ প্রতীম দাশ, এডঃ তুষার মোদক, বিশ্বজিত বণিক, রন্টু পুরকায়স্থ, মাখন পাল, মিথুন দাশ। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন প্রমথ সরকার। সভায় বিগত ২ বৎসরে যারা পরলোক গমণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। সেই সাথে বিগত পৌর নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর দিলীপ দাস, গৌতম রায়, বাবুল দাস, অর্পনা বালা দেবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কাউন্সিল অধিবেশনে বিভিন্ন উপজেলা ও পৌরশাখার কাউন্সিলরবৃন্দ আগামী ২ বৎসরের জন্য এডঃ পুণ্যব্রত চৌধুরী বিভুকে সভাপতি, অনুপ কুমার দেব মনাকে সাধারণ সম্পাদক ও অশোক কুমার রায় মঙ্গলকে সাংগঠনিক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।