Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফকিরাবাদ সাহেব বাড়ি মেধাবৃত্তি ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার \ প্রতি বছরের ন্যায় এবারো হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ সাহেব বাড়ির উদ্যোগে নিজামপুর ইউনিয়নের ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিার্থীকে মেধাবৃত্তি ও সনদ প্রদান ও ২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীায় গোল্ডেন এ+ প্রাপ্ত ৯নং নিজামপুর ইউনিয়নের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা এবং  হবিগঞ্জের কৃতি সন্তান মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) ডাঃ সৈয়দ মঈনউদ্দিন আহমেদ বীর প্রতীককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে সাহেব বাড়িতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সৈয়দ জাদিল উদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর হবিগঞ্জ জেলা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, ঢাকা পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সৈয়দ মুশফিক আহমেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, কিন্ডার গার্টেন এসোসিয়েশন জেলা সভাপতি সৈয়দ এবাদুল হাসান, ক্যাপ্টেন (মেরিন) সৈয়দ মোজতবা রুমেল, আব্দুল হাছিব চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ সাহিদ উদ্দিন আহমেদ, সৈয়দ জামাল উদ্দিন আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, কৃষি ব্যাংক ব্যবস্থাপক সৈয়দ মুসলেহ উদ্দিন আবিদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, মোঃ এনাম আহমেদ, মাওলানা শহিদুল ইসলাম, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন মানিক, মেম্বার মোসলেহ উদ্দিন মন্ত মিয়া, তাজুল ইসলাম ফরিদ মাষ্টার, পাইকপাড়া স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গওহর আলী, দেশ কিন্ডার গার্টেন অধ্য সিরাজ সৈকত, মীর মোহাম্মদ কাজল, মোঃ সোহেল মিয়া, বাবর আলী তালুকদার, মোঃ কামরুল ইসলাম, মীর সাইফুদ্দিন ইকবাল প্রমূখ।