Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাহজীবাজারে বিদ্যুত উৎপাদন কেন্দ্রের নকশা পরিবর্তন করে টাওয়ার নির্মাণ \ গ্রামবাসীর মাঝে উত্তেজনা

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত উৎপাদন কেন্দ্র নির্মাণের নকশা পরিবর্তনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কয়েক গ্রামের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছেন। ইতোমধ্যে গ্রামবাসি জেলা প্রশাসকসহ সরকারের উর্ধ্বতন মহলকে লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি অবহিত করেছেন। গ্রামবাসিদের অভিযোগ সরকারের পক্ষ থেকে মাধবপুর উপজেলার ফতেহপুর মৌজার অর্ন্তগত বাখরনগর, ফতেহপুর এবং কালিকাপুর মৌজায় ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত উৎপাদন কেন্দ্রের টাওয়ার নির্মাণের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স¤প্রতি কতিপয় অসাধু চক্র ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত উৎপাদন কেন্দ্র নির্মাণের নকশা পরিবর্তণ করে বাখরনগর ও ফতেহপুর মৌজায় উৎপাদিত বিদ্যুত কেন্দ্রের ৬০০ কিলোমিটার দুরত্বে প্রবাহিত জাতীয় গ্রিড লাইনে সঞ্চালনের জন্য পিডিবি প্রকল্পের দক্ষিণ-পশ্চিম কোণে দুইটি সঞ্চালন টাওয়ার নির্মাণ করা হয়েছে। গ্রামবাসিদের অভিযোগ এ টাওয়ার দুইটি নকশা অনুযায়ী নির্মাণ করা হয়নি। পিডিবি কর্তৃপক্ষের যোগসাজশে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী লোক আর্থিক লেনদেনের মাধ্যমে নকশা থেকে কালিকাপুর মৌজা বাদ দিতে প্রভাব বিস্তার করেছে। এ ধারাবাহিকতায় স¤প্রতি তারা শাহার জাঙ্গাল নামে পরিচিত জনসাধারণের চলাচলকারী রাস্তা ও অসহায়-গরীব কৃষকের ফসলি জমির উপর টাওয়ার নির্মাণ করেছে। এতে করে অত্র মৌজার শতাধিকেরও বেশি লোকের ফসলি জমি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা দেখা দিয়েছে। শুধু তাই নয় জনসাধারণের চলাচলের শাহার জাঙ্গাল নামের ৪০০ মিটার সড়কটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতোমধ্যে বাখরনগর গ্রামবাসির পক্ষে ওই গ্রামের মৃত মোক্তার হোসেনের পুত্র আনোয়ারুল কবির জেলা প্রশাসক বরাবর বিষয়টি লিখিত আকারে তুলে ধরেন। এতে তিনি বলেন, পুর্বের নকশা অনুযায়ী ফতেহপুর মৌজার অর্ন্তগত বাখরনগর, ফতেহপুর এবং কালিকাপুর মৌজায় ৩৩০ মেগাওয়াট কম্বাই সাইকেল বিদ্যুত টাওয়ার নির্মাণ করলে গ্রামবাসি ক্ষতিগ্রস্থ হবে না। অন্যথায় অত্র মৌজার শত শত কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন এমন আশংকায় সরজমিন তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের বরাবর আবেদনে তিনি উলে­খ করেন। পরে সহকরি কমিশনার শাহরিয়ার জামিল বিষয়টি সরজমিন তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসি। যে কোন সময় তারা রক্তয়ী সংঘর্ষের আশংকা করছেন। এনিয়ে গতকাল বিকেলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সাবেক মেম্বার খোরশেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ উর রহমান, মোতাব্বির হোসেন, আনোয়ারুল কবির, এ এস এম হুমায়ুন কবির, আবু হানিফ চৌধুরী, জামাল উদ্দিন, আক্কল আলী, রফিক আলী প্রমুখ। বক্তরা বলেন যদি তাদের পুর্বের নকশা অনুযায়ী বিদ্যুৎ প্লান্ট না করা হয় তাহলে কঠোর আন্দলনরে ডাক দেয়া হবে এবং ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।