Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাকিস্তানের সান্তনা পুরস্কার লাভ

স্পোর্টস ডেস্ক \ এশিয়া কাপের শিরোপাজয়ের লড়াই থেকে আগেই ছিটকে গেছে পাকিন্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের দারুণ নৈপুণ্য এই দুই দলের মুখোমুখি লড়াইকে পরিণত করেছে সৌজন্য রক্ষার লড়াইয়ে। সান্তনাসূচক জয় নিয়ে দেশে ফেরার সেই লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। আর হেরেই বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতেই ছয় উইকেটের জয় তুলে নেয় আফ্রিদির দল। অর্জন করে সান্তনা পুরস্কার। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৩ রান যোগ করেছিলেন হাফিজ ও সারজিল। চতুর্থ ওভারে হাফিজের উইকেটটি নিয়েছেন সেহান জয়সুরিয়া। তবে দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কান বোলারদের আরো কিছুক্ষণ ভুগিয়েছেন সারজিল ও সরফরাজ আহমেদ। অষ্টম ওভারের প্রথম বলে সারজিলের উইকেট তুলে নিয়ে লঙ্কান শিবিরে স্বস্থি ফিরিয়েছেন দিলশান। ২৪ বলে ৩১ রান করে ফিরেছেন সারজিল। ১৩ তম ওভারে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন সরফরাজ আহমেদ। শেষ কাজটা দারুণভাবে সেরে ফেলেছেন উমর আকমল ও শোয়েব মালিক। আকমল অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। বাউন্ডারি লাইনে থিসারা পেরেরার দারুণ এক ক্যাচের সুবাদে ৩৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে ফিরতে হয়েছে আকমলকে। সে সময় জয় থেকে মাত্র এক রান দূরে ছিল পাকিস্তান। ১৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মালিক। এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে ভালো নৈপুণ্য দেখাতে পারেননি পাকিস্তানের বোলাররা। ১৪ ওভার ব্যাটিং করে উদ্বোধনী জুটিতেই ১১০ রান জমা করেছিলেন দিলশান ও দিনেশ চান্দিমাল। ৫৮ রান করে চান্দিমাল আউট হয়ে গেলেও দিলশান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলে।