Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের কুশিয়ারতলায় সংঘর্ষ \ আহত অর্ধশত

স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আহত অবস্থায় টেটাবিদ্ধ সফর আলী (৩৫), ফজল মিয়া (৩২) ও জলিল মিয়া (৩১) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের মধু মিয়ার পুত্র আব্দাল মিয়ার সাথে একই গ্রামের আজমান মেম্বারের ভাতিজা নিজামের পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শেবুল মিয়া (২০), আয়াত আলী (৩০), জলিল মিয়া (২৫), জালাল মিয়া (২৮), ফজল মিয়া (৩০), রিপন মিয়া (১৫), আম্বর আলী (৬০), আব্দুল খালেক (২৫), সিরাজুল মিয়া (২৫), আমিরুল (১৮), মশ্বব আলী (৫৫), মিনা বেগম (৩৫), জাহাঙ্গীর (২৫), মর্তুজ আলী (৩৮) আহত হয়।
আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।