Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ॥ চেয়ারম্যান পদে ২৫ ॥ সাধারণ সদস্য ১৮২ মহিলা সদস্য ১৭ জনের মনোয়নপত্র দাখিল

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় দফায় ৬৭২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গতকাল বুধবার ২২৪ জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৫, সাধারণ সদস্য ১৮২জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন।
১নং সদর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুছ মিয়া, বিএনপি’র প্রার্থী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন সরস, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেতা রওশন আলী, আব্দুল আউয়াল, বিএনপির বিদ্রোহী বিএনপি নেতা মশক আলী, স্বতন্ত্র হুমায়ুন কবির, সাধারণ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন। ২নং বদলপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, বিএনপির প্রার্থী ইউনিয়ন যুবদল সভাপতি রমাকান্ত সরকার, জাতীয় পার্টির প্রবীর চন্দ্র দাস, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তুষার কান্তি দাস মনু, স্বতন্ত্র প্রেমতোষ চৌধুরী, সাধারণ সদস্য পদে ৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন। ৩নং জলসুখা ইউনিয়নে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আবু আলী ইছাক চৌধুরী (দিলু মিয়া), আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ কাদির সামছু, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়েজ মিয়া খেলু, যুবলীগ নেতার পিতা আঃ নূর মিয়া, সাধারণ সদস্য পদে ৩৩ জন, সংরক্ষিত পদে ১২ জন। ৪ নং কাকাইলছেও ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা হাজী নুরুল হক ভূইঁয়া, বিএনপির প্রার্থী মফিল মিয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খালেদুজ্জামান, আশরাফউদ্দিন, বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতা জামাল মীর, সাধারণ সদস্য পদে ৩২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন। ৫নং শিবপাশা ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান তকছির মিয়া, বিএনপির প্রার্থী সাদেকুল আমীন চৌধুরী, জামায়েত ইসলামের প্রার্থী ডাঃ নুরুল হক, খেলাফত মজলিস প্রার্থী খেলু মিয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার, সাধারণ সদস্য পদে ৪৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রার্থী মনোযন পত্র দাখিল করেন।
আগামী ৪ ও ৬ মার্চ রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাচাই, ১৩ মার্চ প্রত্যাহার।
উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৬ হাজার ১১৯ জন। তন্মধ্যে ৩৯ জন ও মহিলা ভোটার ৩২ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ১নং সদর ইউনিয়নের মোট ভোটার ৬ হাজার ১ শত ৬৭ জন। ২নং বদলপুর ইউনিয়নে ভোটার প্রায় ১৪ হাজার ৬৯১ জন। ৩নং জলসুখা ইউনিয়নের ভোটার ১০ হাজার ৬৪৬ জন। ৪নং কাকাইলছেও ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ১২৬ জন। ৫নং শিবপাশা ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ৫৬৫ জন।  ভোটারগণ আগামী ৩১মার্চ ভোটাধিকার প্রয়োগ করে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবেন। উপজেলার ৫টি ইউনিয়নে ভোট কেন্দ্র- ৪৭টি, ভোট কক্ষ- ১৬৬টি, অস্থায়ী কেন্দ্র-১টি, অস্থায়ী কক্ষ রয়েছে ৯টি।