Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৬ দিন ব্যাপী শিক্ষকদের গণিত প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদর চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়স্থ উপজেলা রিসোর্স সেন্টার-এ বিষয় ভিত্তিক শিক্ষকদের ৬ দিন ব্যাপী গণিত প্রশিক্ষণ শুরু হয়েছে। ১ ফেব্র“য়ারী প্রশিক্ষণ শুরুর পূর্বে প্রশিক্ষণার্থী শিক্ষকদের স্কুলের সার্বিক পরিবেশ বিষয়ে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে স্কুলের সার্বিক উন্নয়নে পারষ্পরিক সহযোগিতার কৌশল বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান মমিন। এর পূর্বে স্ব-স্ব স্কুলের বর্তমান পরিবেশ বিষয়ে বক্তৃতা করেন গরীব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টট মোঃ আওলাদ মিয়া ও তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ। প্রধান শিক্ষক ব্রজেস চন্দ্র দাশ, তরুন কান্তি দাশ, মোঃ আবু ছালেহ, মোঃ নাজমুল হক, মোঃ আঃ মতিন, সহকারী শিক্ষক দিপালী চন্দ্র দেবনাথ, শেখ সাইয়্যেদাতুন আকসা, স্মৃতি বালা দাশ, মনিরুল হক সুমন, সালমা আক্তার খানম, শ্রাবনী রায়, গণেশ চন্দ্র দাশ, জেসমিন আরা বেগম, পিঙ্কু লাল দাশ, মহাসুধা তালুকাদর, সাহিমা আক্তার, কাকলী ইয়াছমিন, সৈয়দা সাহিদা হাসান, মোঃ নাজমুল হক, মোছাঃ নাজমা বেগম, নিলুফা ইয়াছমিন খানম, মোঃ ওবায়দুল হক, মজিদা আক্তার চৌধুরী, সালমা খানম চৌধুরী, সেলিমা বেগম, মিশকাতুন্নেছা প্রমুখ।