Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ॥ হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির মালামাল বাজেয়াপ্ত

স্টাফ  রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরসহ পলাতক ১০ জনের মালামাল বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্ল্াহ এ আদেশ দেন। এ সময় কারাগারে থাকা ১৪ জনের মধ্যে ১১ জন এবং জামিনে থাকা ৮ জনের মধ্যে ৬ জন আদালতে উপস্থিত ছিলেন। ৩১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ১১ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। তবে এ সময় উক্ত মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছকে আদালতে হাজির করা হয়নি।
উল্লেখ্য, কিবরিয়া হত্যার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। উভয় মামলায় মোট ৩২ জনকে আসামি করে সর্বশেষ সম্পূরক চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। এদের মধ্যে ১৪ জন কারাগারে, ৮ জন জামিনে আছেন এবং ১০ জন পলাতক রয়েছেন। হত্যা মামলাটির বিচারকার্য বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাব্যুনালে স্থগিত অবস্থায় রয়েছে।