Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ৪ রড সিমেন্ট ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত ৪টি রড-সিমেন্টের ব্যবাসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানাকরা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের উত্তর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ মাশহুদুল কবীর এ জরিমান করেন।
জানা যায়, উত্তর বাজারে সড়কে দীর্ঘদিন যাবৎ রড রেখে বিক্রি করার অভিযোগে সোমা এন্টারপ্রাইজ ৫ হাজার, এএস এন্টারপ্রাইজ ৫ হাজার, জামাল এন্টারপ্রাইজ ৩ হাজার ও লিপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগীতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তনময় ইসলাম ও চুনারঘাট থানার এসআই হরিদাস সরকারসহ একদল পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কে রড রাখার কারনে সম্প্রতি সড়ক দুর্ঘটায় একজন পথচারী মারা যান। এছাড়াও একাধিক দুর্ঘটনায় বহুলোক আহত হয়েছেন। স্কুলগামী ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ব্যাগাতের অভিযোগ আমাদের কাছে রয়েছে। এক সপ্তাহের মধ্যে সড়ক থেকে রড অপসারণ করা না হলে উল্লেখিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।