Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে স্বেচ্ছাসেবক লীগের দু’গ্র“পে ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ শহরের টাউন হল সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই মাস আগে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদকে বহিষ্কার করে সামায়ূনকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বেলা আড়াইটায় বহিষ্কৃত সভাপতি মাসুম আহমেদের নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক লীগের একাংশের নেতাকর্মীরা বর্ধিত সভায় অংশ নিতে চাইলে প্রতিপক্ষ গ্র“পের নেতাকর্মীরা বাধা দেন। এক পর্যায়ে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চার রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।