Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের নতুন বাজারে তেলের দোকানে আগুন

স্টাফ রিপোর্টার \ বাহুবলের নতুন বাজারে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক হেলাল মিয়া। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছে। তবে এর আগেই বালু দিয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
জানা যায়, উপজেলার নতুন বাজারের হেলাল মিয়ার তেলের দোকানে গতকাল সন্ধ্যায় মোমবাতির আগুন ডিজেলে পড়ে গেলে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং তেল ও তেলের ড্রাম ফেটে তেল চতুর্দিকে ছড়িয়ে পড়ে। দোকানের আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জামাল হোসেনের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ ঘটনায় আশপাশের দোকান গুলির মালামাল সরিয়ে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।