Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৪ কোটি টাকা ব্যয়ে ১০টি পাকা রাস্তা ও ২টি মাটির রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাবু

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু ৩ কোটি ৯১ লক্ষ ৫৩ হাজার ৭৩৯ টাকা ব্যয়ে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ১০টি পাকা রাস্তা ও ২টি মাটির রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপুর্ণ পল­ী উন্নয়ন প্রকল্প ২ এবং সিলেট বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে  উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ১-আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ্দুজ্জামান, সহকারি প্রকৌশলী ফরিদ আহমদ। এতে অন্যান্যের মধ্যে  পৌর  কাউন্সিলর এটিএম সালাম, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, যুক্তরাজ্যস্থ ডার্বিশেয়ার শাখা জাপা সভাপতি আবু নাসির, জেলা জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান দুদু, শেখ ফয়জুল ইসলাম দিনু, নুরুল হক তুহিন, খায়রুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক আমিনুর রহমান সুমন, যুগ্ম আহŸায়ক ইকবাল আহমদ বেলাল, ছাত্র সমাজের কেন্দ্রƒীয় সদস্য এমএ মতিন চৌধুরী, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন,আক্কাছ চৌধুরী, আহমদ রেজা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান।