Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অন্যথায় দুর্বার গণআন্দোলন সম্মিলিত নাগরিক আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি \ শিল্পবর্জ্যে সুতাং নদীর পানি দুষিত হওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৪টায় উচাইল ও সাধুর বাজারে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরুব্বি রইছ মিয়া চৌধুরীর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, জেলা জাসদ সভাপতি এডঃ তাজ উদ্দিন সুফি, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, হবিগঞ্জ পশ্চিম অঞ্চলের বিশিষ্ট মুরুব্বি ডাঃ বরকত আলী, গনজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান, ছাত্র ইউনিয়ন নেতা নুরুল আমিন, মোঃ মঞ্জিল মিয়া ও এলাকার বিশিষ্ট মুরুব্বি ডাঃ আইন উল­া, রফিকুল ইসলাম, কামাল মিয়া, আরজু মিয়া, নূর আলী, রুস্তম আলী প্রমুখ।
বক্তাগণ অনতিবিলম্বে আইন মেনে শিল্পবর্জ্য সুতাং নদীতে না ফেলার হুশিয়ারি উচ্চারণ করে বলেন শিল্পবর্র্জ্যরে কারণে সুতাং নদীর পানি সহ অত্র অঞ্চলের পরিবেশ বিনষ্ট এবং জনগণকে জনদূর্ভোগে ফেলা চলবে না। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এই বেআইনী কাজের প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেন।