Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন নিহত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা-শিক্ষিকাসহ ২জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩জন। হতাহতরা সবাই সিএনজি যাত্রী। গতকাল বৃহস্পতিবার  বেলা আড়াইটার দিকে ওই সড়কের রতœা ব্রিজের অদুরে পূর্ব দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন-বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুরা গ্রামের মৃত সালেহ আহমেদের ছেলে মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান বুলবুল (৬০) ও হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকার জজ কোর্টের পেশকার নুরুল আমিনের স্ত্রী বানিয়াচং বিএসডি মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষিকা আক্তারুন্নেছা রেখা (৪৫)। তিনি বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বানিয়াচং থেকে একটি সিএনজি (হবিগঞ্জ-থ-১১-৬০৯০) যাত্রী নিয়ে হবিগঞ্জে আসছিল। সিএনজিটি রতœা বাজারের ব্রিজের সন্নিকটে পৌছুলে বিপরীতমূখি যাত্রীবাহী একটি বাসের (মৌলভীবাজার-জ-০৪-০০৮৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই উলে­খিত ২ সিএনজি যাত্রী নিহত এবং চালকসহ ৪জন আহত হয়। আহতরা হলেন-আহতরা হলেন-উমেদনগর টাইটেল মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন ফারুকী (৫০), জালালাবাদ বড় মসজিদের সাবেক ইমাম মাওঃ তোফাজ্জুল ইসলাম (৩৮)। এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ অবরোধ করে রাখে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং মৃতদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতদের মাথা তেথলে গিয়ে বিভৎষ হয়ে গেছে।
বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।