Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন \ ১৭ পদে লড়াই করছেন ৩০ প্রার্থী

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের ভোটযুদ্ধ আজ। কে আসছেন সমাজের সচেতন সংগঠন শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে। নির্বাচনকে ঘিরে সকল শিক্ষক-শিক্ষিকার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের নির্বাচনকে ঘিরে নবীগঞ্জে যেন উৎসবের আমেজ দেখা দিয়েছে। নির্বাচনে ২৫ পদের মধ্যে ৮টি পদে বিনা প্রতি›দ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ায় এখন ১৭টি পদে নির্বাচব হবে বলে কমিশন সুত্রে জানাগেছে। ১৭টি পদে মোট ১৭ জন নির্বাচিত হওয়ার জন্য সকল পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে সভাপতি ১টি পদের জন্য ভবানী শংকর ভট্টাচার্য্য ও সাবেক সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী  প্রতিদ্বন্ধীতা করছেন। এ পদকে মর্যাদাপূর্ন পদ বলে আখ্যায়িত করেছেন। সহ-সভাপতি (পুরুষ) ৫টি পদের জন্য ৮ জন লড়াই করছেন। সহ-সভাপতি (মহিলা) ৩টি পদের জন্য ৩ জন মনোনয়ন পত্র দাখিল করায় বিনা প্রতি›দ্ব›দ্বীতায় তারা নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক ১টি পদে ৩ জন প্রার্থী রয়েছেন। সংগঠনের গুরুত্বপূর্ন পদ সাধারন সম্পাদক। তাই এ পদ নিয়ে ৩ প্রার্থীর রয়েছেন দৌড়ের উপর। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১টি পদের জন্য ২ জন প্রার্থী রয়েছেন। সহ-সাধারন সম্পাদক পুরুষ ও মহিলা ২টি পদে ২ জন দাখিল করায় তারা বিনা প্রতি›দ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক  ১টি পদে ৩ জন প্রার্থী রয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক ১টি পদের জন্য প্রার্থী রয়েছেন ২ জন। দপ্তর সম্পাদক পদে ২ জন প্রতি›দ্ব›দ্বীতা করছেন। অর্থ সম্পাদক ১টি পদে ২ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। তথ্য ও প্রচার সম্পাদক পদে ১ জন প্রার্থী থাকায় বিনা প্রতি›দ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ক্লাব/স্কাউট বিষয়ক সম্পাদক ১টি পদে ২জন প্রতি›দ্ব›দ্বীতা করছেন। নির্বাচনে মোট  ৮ শত ১৬ জন ভোটার (শিক্ষক-শিক্ষিকা) তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবেন। নির্বাচনকে অবাধ, সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে গঠিত নির্বাচন কমিশন ও নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা বদ্ধপরিকর। প্রধান নির্বাচন কমিশনার কাজী মাসুদুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার গৌতম কুমার চৌধুরী, রুহুল আমীন, তফাজ্জুল হক, তপন পাল, লাভলী বেগম, শিরীন ফাতেমা, আজিজুর রহমান চৌধুরী এ প্রতিনিধিকে জানান নির্বাচনকে অবাধ সুষ্টু ও স্বচ্ছতা বজায় রাখতে শতভাগ আশাবাদী।