Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে গত দু’দিনের শিলাবৃষ্টিতে উপজেলার শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত একর আলুক্ষেত পানিতে ডুবে রয়েছে। সীম, বাধা ও ফুল কপিসহ শীতকালীন নানা ফসল শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি উপজেলার ১৭টি চা বাগানের চা গাছে আসা নতুন কুড়ি শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে বাগান সূত্রে জানা গেছে।
সরজমিনে দেখা গেছে, উপজেলার দেওরগাছ, গাজীপুর, আহমদাবাদ, পাইকপাড়া, শানখলা, মিরাশী, সাটিয়াজুরী, রানীগাও, উবাহাটা, চুনারুঘাট সদর ও পৌর এলাকার উপর দিয়ে বুধবার ও বৃহস্পতিবার রাতে ও দিনে কয়েক দফা শিলা বৃষ্টি হয়। এতে শীতকালীন সবজি, বিশেষ করে আলু, মরিচ, সীম, কপিসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়।  সীম ও আলুক্ষেত পানিতে ডুবে যাওয়া জমিতেই শত শত একর জমির আলু পচে নষ্ট হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের শীতকালীন সবজি নষ্ট হওয়ার খবর ফোনে জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখনও নিরূপণ করতে পারেনি।