Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভূবিরবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র বহাল রাখার দাবীতে সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৬৫ নং ভূবিরবাক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থানান্তরের পায়তারা চলছে। ভোট কেন্দ্র বহাল থাকার জন্য গ্রামবাসীর পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন কুর্শি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জামাল উদ্দিন। আবেদনে উলে­খ করা হয়, ভূবিরবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোন জামেলা ও দাঙ্গা হাঙ্গামা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কিন্তু ভূবিরবাক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থনান্তরের খবরে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়। এব্যাপারে গত মঙ্গলবার মোল­ারাই, সাদুল­াপুর ও আমতৈল গ্রামবাসী ভূবিরবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র বহাল রাখার দাবীতে শেখ আরজু মিয়ার বাড়ীতে রাত ৮টায় সমাবেশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন সাদুল­াপুর গ্রামের শেখ আরজু মিয়া, শাহ্ এমরাজ আলী, কাচা মিয়া চৌধুরী, হিরন মিয়া চৌধুরী, শেখ ছইফা রহমান কাকলী, অনু মিয়া, ফুরুক মিয়া চৌধুরী, মোঃ ছালু মিয়া, ইয়াকুব মিয়া, মৌলানা আব্দুল মুহিত খরছু, মোঃ বজলু মিয়া চৌধুরী, সুমন আহমেদ, আখলুছ মিয়া, মোঃ সাজন মিয়া, জহুর মিয়া, একরাজ আলী, আরজু মিয়া চৌধুরী, হারিছ মিয়া চৌধুরী, ছায়েদ মিয়া, মাসকু মিয়া, আজিদ মিয়া, শিজলু মিয়া, বাছির মিয়া, আমতৈল গ্রামের মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল, ক্বারী আ: সালাম, আলফাছ মিয়া, মোঃ মতিউর রহমান গুলু, মোঃ ছুরত মিয়া, মোঃ রাজু মিয়া, মোঃ সেলিম মিয়া, আঃ মান্নান, ছুরুক মিয়া, সরাজ উল­া, আ: রফ, কউছর, জিতু মিয়া, ছাইম উল­া, মুল­ারাই গ্রামের হাজী আবু মুছা চৌধুরী, মাষ্টার মাসুকুর রহমান চৌধুরী, ফারুক মিয়া চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, দুদু মিয়া চৌধুরী, মুহিদ মিয়া চৌধুরী, মাহবুব চৌধুরী, হাফিজ আহমদ খান, কামরুল, সেকুল মিয়া চৌধুরী প্রমুখ।