Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশুর খুনীদের ফাঁসির দাবীতে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যার প্রতিবাদ ও খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ সুলতান মোঃ কাউছার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরফদার মোঃ জাকারিয়া রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, চেম্বার অব কমার্সের পরিচালক মিজানুর রহমান মিজান, এয়ারলিক ক্যাবল নেটয়ার্কের সাবেক চেয়ারম্যান আহমেদ কবির আজাদ, জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, কাউন্সিলর গৌতম কুমার রায়, জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, প্যানাসিয়া মেডিএইড এর চেয়ারম্যান এডঃ বশির আহমেদ দুলাল, আহসানুল হক সুজা, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেট টিভির প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, জি টিভির প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী, এসএ টিভির প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার জাকির, দৈনিক লোকালয় বার্তার সিনিয়র রিপোর্টার এম সজলু মিয়া, বিজিয় টিভির প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, আব্দুল মোতালিব মমরাজ, সোহেল রানা তালুকদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক হাসবী সাঈদ চৌধুরী, মুজিবুর রহমান, মোঃ লিজান খান, হাফিজুর রহমান, জালাল উদ্দিন জুয়েল, রাজিব আহমেদ রিংগন, নাছির উদ্দিন আফরোজ, মনসুর আহমেদ ইদু, শাহ কিম্মত আলী, রুপু দাশ, সুজিত দাশ, সাহিউর রহমান রুমেল, আতিকুজ্জামান, পারভেজ আহমেদ, সায়েম, জাকির চৌধুরী, শেখ উসমান গণি রুমি, পংকজ কান্তি পল­ব, মাসদুর রহমান উজ্জল, অহিন্দ্র দত্ত চৌধুরী,
সংগঠনের পিয়াস, এম কাউছার আহমেদ, সজিব কান্ত গোপ, জুয়েল, অনিক, সালাম, বিদ্যুত শাহী আলম, মকবুল হোসেন, ফয়সল, সামছু, তোফায়েল, আবুল হোসেন, বিশু, রনি ঘোষ, সুমন, দ্রুব, কৌশিক, তোষার, রুহেল, রাকিব, আল-আমিন তালুকদার, তানভীর, মুবিন, আরিফ প্রমূখ। বক্তারা শিশু হত্যাকারীদের ফাঁসি দাবী করেন।