Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ৭৮টি ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলায় ৭৮টি ইউ.পিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ ২য় ধাপে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউ.পি’র নির্বাচন দিয়ে শুরু হবে এবং শেষে হবে ৬ষ্ঠ ধাপে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি সহ হবিগঞ্জ সদর উপজেলার ১১টি ইউ.পি, চুনারুঘাট উপজেলা ১০টি ইউ.পি ও বাহুবল উপজেলার ৭টি ইউ.পি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ৪ জুন। ৩য় ধাপে ২৩ এপ্রিল বানিয়াচং উপজেলার ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি ব্যতিত ১৪টি ইউ.পি ও লাখাই উপজেলার ৬টি ইউ.পি’র নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪র্থ ধাপে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউ.পি’র নির্বাচন হবে ৭ মে। ৫ম ধাপে মাধবপুর উপজেলার ১১টি ইউ.পি’র নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ২৮ মে। ৩য় ধাপে ২৩ এপ্রিল বানিয়াচঙ্গ উপজেলার ১৪টি ইউ.পিতে নির্বাচন অথচ একমাত্র ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পিতে ৬ষ্ঠ ধাপে ৪ জুন নির্বাচন বিষয়ে একাধিক প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ জানান, ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে গুরুত্বপূর্ণ ওই ইউ.পিতে সম্পূর্ণ পাশ্চাত্য দেশের অনুকরণে গণতান্ত্রিক পদ্ধতিতে মডেল নির্বাচনের রেকর্ড কমিশনে রয়েছে। তখন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কারণে দেশ বিদেশে সরকার ও নির্বাচন কমিশন এর ভাবমূর্তি উজ্জল হয়েছিল বলেই সবকিছু পর্যালোচনা করে বিশেষ বিবেচনায় ওই ইউ.পির নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হয়েছে বলে জানান ইসি। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে ৮ উপজেলার ৭৮ ইউ.পিতে নির্বাচনের সিডিউল বিষয়ে সুবিবেচনার জন্য স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কমিশনে স্মারকলিপি আকারে প্রতিবেদন দেওয়া হয়েছিল। প্রতিবেদনে ছাত্রদের পরীক্ষা ও কৃষকদের ধান কাটার মৌসুমে নির্বাচন না করার জন্য উলে­খ ছিল। তিনি এর অতিরিক্ত তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করে সরকার ও ইসিকে ধন্যবাদ দিয়ে বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার।