Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুন্দ্রাটিকি গ্রামে নিহত শিশুদের স্মৃতি রক্ষার্থে শহীদি মসজিদ স্থাপনের উদ্যোগ

বাহুবল প্রতিনিধি \ বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে নিহত ৪ শিশুর আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর তাদের নিজবাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। এতে হবিগঞ্জ-সিলেটের দায়িত্ব প্রাপ্ত এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করে। শিশুদের অভিভাবকরা জানান, আদালতে রুবেলের দেয়া জবানবন্ধী অনুযায়ী ১২ জানুয়ারি ওই ৪ শিশুকে হত্যা করা হয়। ওইদিনটিকে তাদের মৃত্যুর দিন ধরে আজ ১০ম দিনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৪ পরিবারের পক্ষে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলের খবর পেয়ে বেলা ১০টার দিকে এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি ব্যক্তিগত উদ্যোগে মাংস, মসলা ও সবজি নিয়ে উপস্থিত হন। পরে তিনি দোয়া মাহফিল এবং নিহত শিশুদের মা-দের সাথে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন।
এদিকে, স্থানীয় লোকজনের উদ্যোগে নিহত ৪ শিশু স্মরণে ‘সুন্দ্রাটিকি শহীদি মসজিদ’ নামে একটি জামে মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে গতকাল সোমবার বিকেলে ওই গ্রামে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাহুবলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ আব্দুল বারী আনসারী। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মত্তাছির মিয়া, মাওঃ আব্দুল­াহ আকিলপুরী, মাওঃ আজিজুর রহমান মানিক, মাওঃ আব্দুল হাই, হাফেজ আব্দুন নূর, হারুন অর রশীদ ও সুন্দ্রাটিকি আনোয়ারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওঃ সালাউদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় স্থানীয় সুন্দ্রাটিকি আনোয়ারুল উলুম মাদ্রাসায় ওই ৪ শিশুর স্মৃতিরক্ষার্থে ‘শহীদি মসজিদ’ নামে একটি জামে মসজিদ স্থাপন করা হবে। স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত মসজিদের নির্মাণ ব্যয় সম্পন্ন হবে। এছাড়া সভায়, ওই শিশুদের নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করা হয়। এ সময় বক্তারা বলেন, দোষীদের শাস্তি দানে কোন টালবাহানা সহ্য করা হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় কয়েক শত লোক অংশগ্রহণ করেন।